ভুল
- আব্দুল ওহাব

সময় খাকতে হও সতর্ক
শোধন করো ভুল,
জগৎ জোড়া প্রসিদ্ধ হও
রবে না তার তুল!

কাজের সময় ভুল করাটা
দোষের কিছু নয়,
সাহস বুকে রাখলে সদাই
থাকবে না'তো ভয়!

ভুলের পরেই শিখলে তুমি
কর্মে হবে জয়,
ভুলের পরে ভুল করিলে
হতাশ ডাকে লয়!

ভুলের কর্মে শুধরে নিলে
গলায় মেলে ফুল!
সফল হবার স্বাদ বাসনা
মিলবে উঁচু কূল।

ভুল স্বীকারের সৎ সাহসে
হিম্মত রাখা চাই,
লজ্জা শংকা অহং বোধে
সফলতা নাই।


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।