নবীন ছেলে
- আব্দুল ওহাব

রাত্রি গভীর হওয়া দেখে
নবীন পায় না ভয়,
গভীর আঁধার কেটে তাঁরা
আলো করে জয়।

গভীর নিশি কেটে যেমন
কাছে আসে ভোর,
নবীন দলের সোনার ছেলে
খোলে তেমন দোর।

নবীন ছেলে সামনে থেকে
নেতৃত্ব দেয় দেশ,
শত্রুর হানা আসলে কভু
তাদের করে শেষ!

মনের মাঝে সাহস রেখে
চলে নবীন দল,
ঘাত-প্রতিঘাত সহ্য করে
বুকে রাখে বল।

দেশের তরে নবীন ছেলে
উঁচু রাখে শির,
দেশের সম্মান রক্ষা করে
মর্যাদা পায় বীর।


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।