পথ শিশুর কষ্ট!
- আব্দুল ওহাব
বছর শেষে আসলো আবার
শীতের সময় ভাই,
পথ শিশুদের আরাম দায়ক
গায়ের পোষাক চাই।
তাদের গায়ে ছেঁড়া কাপড়
শীতের জামা নেই,
সবাই মিলে এসো না ভাই
শীতের কাপড় দেই।
সন্ধ্যার পরে হিমেল পরশ
লাগে তাদের গায়,
শীতের ছোঁয়ায় পথ শিশুরা
অনেক কষ্ট পায়!
রেলস্টেশন ও নৌকার ঘাটে
পথ শিশুদের ভীড়,
বাপ-মা হারা অবুঝ এতিম
থাকার নাহি নীড়।
সচ্ছল মানুষ হাত বাড়ালে
কাটবে তাদের দুখ,
কপাল পোড়া পথ শিশুরা
পাবে একটু সুখ।
১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।