কালো ভ্রমর
- আব্দুল ওহাব
ফুলের গন্ধে নাচের ছন্দে
খাদ্য নেশায় ভ্রমর দুল,
আনন্দে ধায় পেট ভরে খায়
খোঁজে শুধু বুনো ফুল!
দেশের কালো ভ্রমর ভালো
ভ্রমরা রাখে বিষের হুল!
ভ্রমর সামলায় ঘরবাড়ি তার
বংশ প্রদীপ পুত্র কুল!
লম্বা শাল গাছ গজারি ডাল
কৃষ্ণচূড়ার গর্তে বাস,
কেউ করলে ভুল ফুটাবে হুল
বিপদ তেড়ে করে নাশ!
খুঁজতে রেণু ভো ভোর বেণু
ময়ূরকণ্ঠী নীলে সাজ,
আহার যোগায় হুলে ভোগায়
এছাড়া তার নাহি কাজ!
আঁধার কেশী ভ্রমর বেশী
কেউবা থাকে দলে ছুট,
ঘর বানাতে নিজ খানাতে
করে ফুলের মধু লুট!
১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।