নবান্নের উৎসব
- আব্দুল ওহাব

খুব সকালে শ্যামল ঘাসে
মুক্তা রাণী শিশির হাসে,
পেয়ে ভোরের আলো!
ধানের ক্ষেতে ধান পেকেছে
ব্যস্ত কৃষক ধান দেখেছে
সময় তাদের ভাল।

সোনার ধানে মাঠ ভরেছে
কৃষাণ বধূ গীত ধরেছে,
নবান্নের ধুম ঘরে!
কাস্তে হাতে কৃষক ছোটে
মুখে তাদের হাসি ফোটে
ঠোঁটে গানের স্বরে!

সকাল দুপুর সন্ধ্যা-সাঁঝে
গাঁয়ের কৃষাণ ব্যস্ত কাজে
সোনালী ধান পেয়ে,
নেচে-গেয়ে উৎসব করবে
হাজার স্বপ্ন জীবন গড়বে
সুখ আসিবে ধেঁয়ে!

নতুন ধানের পোলাও পিঠা
খেজুর গুড়ের মন্ডা মিঠা
খাবে কুটুম এসে,
শীতের দিনে পিঠা পায়েস
মিঠবে খেয়ে মনের খায়েস
পেটটি ভরে ঠেসে!


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।