কর্মঠ ছেলে
- আব্দুল ওহাব
বাঙলার সব ঘরে সেই ছেলে কবে
আলসেমি ছেড়ে দিয়ে কাজে বড় হবে?
দৃঢ়চেতা মন হবে পাহাড়ের মতো,
কাজ-কর্ম করে যাবে কাছে পাবে যত।
বুকে ভরা বল রবে তেজে মাখা মন
প্রকৃত মানুষ হবে এই যার পণ।
দেশের জন্য সদায় সেজে পালোয়ান
শত্রু সব রুখে দিয়ে হবে সে অম্লান।
হাত-পা নাড়াচাড়ায় মাথা ঘোরে যার
কখনো তো হবে না'কো ধরা জয় তার।
সজীব সতেজ রাখে কাজে যার প্রাণ
সেই তো সফল ছেলে বাড়ে তার মান।
মেধা আর কাজ দিয়ে গড়ে যেই দেশ
আশাহত হবে না'কো নিজে হলে শেষ।
এই দেশে সেই ছেলে প্রতি ঘরে চাই;
তাদের-ই খুঁজি ফিরি দিবানিশি ভাই।
আশা রাখি বুক বেঁধে বাঙলার ঘরে
জাগবে কর্মঠ হলে উঠে নড়েচড়ে।
অবহেলা করবে না কাজ ছোট হলে
কাজে সবে মন দিবে মনপ্রাণ খুলে।
জাগো সব ছেলেদের আছো যতো দল
মিলেমিশে থাকো যদি মনে পাবে বল।
দেশ জাতি সব আছে মিছে কেন ভয়?
চেতনা রাখিলে মনে পাবে তুমি জয়।
১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।