পরকীয়ার বিষ!
- আব্দুল ওহাব

পরকীয়া বিষে জীবন নষ্ট
মিথ্যে ছলনা মোহে,
হৃদয় ভাঙ্গে সংসার জ্বালে
অশান্ত ঝড় বহে!

পরকীয়া হলো জিনা ব্যভিচার
সমাজ নষ্টে গোড়া,
পরকীয়া দোষ অশ্লীল কাজ
অজানা সুখের থোড়া।

পরকীয়া লোভে স্বভাব নষ্ট
সামাজ চ্যুুতির ঘৃণা!
মানষিক চাপ চিন্তাভাবনা
করায় বাধ্য জিনা!

পরকীয়া হলো চিত্তের ব্যধি
নিষিদ্ধ ক্ষীণ সুখ,
সুখী সংসার ভেঙ্গে কাঁদায়
বিষ বেশের-ই দুখ!

পরকীয়া করা বিধান খেলাপ
স্রষ্টার বাড়ে ক্রোধ,
পরকীয়া ভুলে জীবন থমকে
জাগাও জীবন বোধ

সংসার ভেঙে সংসার গড়া
জঘন্য এক পাপ!
সংসার হারা সন্তান হারা
পাবে না কখনো মাফ!


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।