রবের সৃষ্টি
- আব্দুল ওহাব
নীল আকাশের গ্রহ তারা
চন্দ্র-সূর্যের আলো,
রবের সৃষ্টি বিস্ময় দেখি
মনে লাগে ভালো।
খুঁটি বিহীন বিশাল আকাশ
ফাটল নাহি কোথা,
শূন্য আকাশ মেঘের ভেলা
বৃষ্টি ঝরায় হেথা।
যতই দেখি বিস্ময় লাগে
আকাশ ঝর্ণা নদী,
স্রষ্টার সৃষ্টি অপার নিখুঁত
কোথাও নাহি বদী।
দিনের বেলা সূর্যের আলো
চন্দ্র কিরণ রাতে,
প্রাণিকুলের আহার থাকে
আমার রবের হাতে।
গাছে ফলে ফুল ফলাদি
আহার যোগায় ফলে,
খাবার সময় খরার পরে
তৃষ্ণা মেটাই জলে।
অক্সিজেন দেয় বৃক্ষ-লতা
প্রাণীর কল্যাণ তরে,
পরীক্ষার পর আয়ুর শেষে
সকল প্রাণী মরে।
১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।