সর্বজ্ঞ মহাস্রষ্ঠা
- আব্দুল ওহাব
সমস্ত প্রশংসা তাঁর যিনি সব সৃষ্টির মালিক
তিনি পরম করুণাময় দয়ালু আর খালিক।
তিনি পালনকর্তা, বিচার দিবসের মালিক
তাঁর সমকক্ষ কেহ নাই, অমুখাপেক্ষী এক।
তিনিই আল্লাহ, যাঁর হাতে সবকিছুর রাজত্ব
তিনি সর্বজ্ঞ মহাস্রষ্ঠা, মহাগ্রন্থের এই তত্ব।
যা ইচ্ছা সৃষ্টি করেন "হও" বললে হয়ে যায়
নভোমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি তাঁর ইচ্ছায়।
তিনি পবিত্র, সব সৃষ্টি সম্বন্ধে সম্যক্ অবগত
হাসরে সবাই তাঁর সামনে হবে প্রত্যাবর্তিত।
যারা বিশ্বাস করেন আল্লাহ, মুহাম্মদ তাঁর নবি
তারা সফলকাম, দুনিয়া আখিরাত তার সবি।
পূণ্যময় তিনি, যাঁর হাতে রাজত্ব তিনি মহান
তিনি মহা পরাক্রমশালী তিনি সর্বশক্তিমান।
যিনি সৃষ্টি করেছেন সবকিছু, মরণ ও জীবন
তিনি পরাক্রমশালী, ক্ষমাময় তিনি রহমান।
তিনি আল্লাহ, হায়াত মউত রিজিক যার হাতে
শেষ দিবসের পর দেখা দিবেন মুমিনের সাথে।
কাফেরদের জন্য বিপদ রয়েছে কঠোর আযাব
যারা পার্থিব জীবন পছন্দ করে, গা-ছাড়া ভাব।
২৬-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।