মুমিনদের সুসংবাদ
- আব্দুল ওহাব

মুমিনদের সুসংবাদ
আব্দুল ওহাব
তারিখ : ০২.০৮.২৪

সব মুমিনদের জন্যে পথ নির্দেশ ও সুসংবাদ
নামাজ কায়েমকারীরা কভু হবে না বরবাদ।
মুমিন যাকাত দেয় ও পরকালে বিশ্বাস করে,
মুমিনবান্দা আল্লাহর ভয়ে নিশিতে অশ্রু ঝরে।

মুমিন বান্দা সর্বাবস্থায় আল্লাহতে ভরসা রাখে
তারা নিরহংকার তাদের দৃষ্টি সদা নত থাকে।
ভুল হলে তওবা করে আত্মীয়ের হক মারে না
যাদের দ্বারা কোন প্রতিবেশীই অনিরাপদ না।

তারা ধৈর্যধারণকারী সত্যবাদী সরল পথ প্রাপ্ত
নির্দেশ সম্পদনকারী, অপরাধে হয় অনুতপ্ত।
আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, এসাক্ষ্য দেয়
কোরআন ও নবির হাদিস নিশ্চিত মেনে নেয়।

যারা ঈমান এনেছে আর সৎকর্মসমূহ করেছে
দয়াময় আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছে।
যার পাদদেশে নহরসমূহ প্রবহমান থাকবে।
তথায় জান্নাতী খাবার হিসেবে ফল প্রাপ্ত হবে।

যারা পরকাল বিশ্বাস করে না তাদের দুঃসংবাদ
অবিশ্বাসীদের জন্য রয়েছে জাহান্নামের স্বাদ।
পরম করুণাময় মুমিনদের করে না তিরস্কার
মুমিনদের জন্য আল্লাহর আছে মহা-পুরস্কার।


০২-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।