মেঘ—বালিকা নেচে ওঠে
- মিলন সব্যসাচী
বর্ষা এলে ফর্সা আকাশ সাজে কালো রঙে
মেঘ—বালিকা নেচে ওঠে নিত্য নতুন ঢঙে
রুম ঝুমা ঝুম বৃষ্টি—নুপূর বাজে সারা গাঁয়ে
ডুবসাঁতারে উঠোন নাচে কাঁঠাল চাঁপার ছায়ে।
নদীর বুকে পানসি নায়ে জাগে কতো আশা
মৃদু হাওয়ায় ভেসে ওঠে মেঘলা দিনের ভাষা
সোনারোদের ঝিকিমিকি হঠাৎ নামে বৃষ্টি
শাপলা ফুলের শুভ্র—হাসি কী অপরূপ সৃষ্টি।
ঝিলের জলে পদ্মপাতায় গোখর করে খেলা
বুনো—হাঁসের বসত ঘিরে খেকশেয়ালের মেলা
হিজল ডালে সারস পাখির ডানা দাপাদাপি
বৃষ্টি ভেজা ডাহুক ছানার করুণ কাঁপাকাঁপি।
এমন দিনে ঘরের কোণে মন বসে না পাঠে
মন—পাখিটা যায় হারিয়ে নন্দীপাড়ার মাঠে
কদম, কেয়ার সুবাস মাখা স্বপ্নের সমুদ্দুরে
নীল কাগজের তরী ভাসে পল্লিগানের সুরে।
০৩-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।