বিজয় ধ্বনি দে
- আব্দুল ওহাব

রক্তে ভেজা নিশান উড়ে
বিজয় ধ্বনি দে,
শহীদ ভাইদের রক্তের দেনা
কাঁধে তুলে নে।

বিজয় নিশান বলছে ওড়ে
জয়ধ্বনি কর্,
সকল দিকে খেয়াল রাখিস্
কালবৈশাখী ঝড়।

অবিচার সব দূর করে দে
দশের জন্য লড়্,
অন্যায় জুলুম খতম করে
তাদের বিচার কর্।

ভয় করিস না বুলেট বোমা
লোহার জামা পর্,
দেশের মানুষ তোদের সাথে
ভয় কিসের রে তোর?

জয়ধ্বনি কর রে তোরা
জয়ধ্বনি কর্,
রক্তে ভেজা বাংলার মাটি
পরিশোধন কর্।


০৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।