বাংলাদেশ
- আব্দুল ওহাব

বাংলা আমার প্রাণের ভাষা
বাংলায় করি বাস,
আমরা হলাম স্বাধীন জাতি
নয়'কো কারো দাস।

এই দেশেতে জন্ম হওয়ায়
গর্বে ফুলাই বুক,
সবাই মিলে একসাথে বাস
হাতছানি দেয় সুখ।

পাহাড় পর্বত নানা জাতির
অপরূপ এই দেশ,
সকল জাতির মানুষ মিলে
বঙ্গ জাতির বেশ।

এই দেশেতে বাউল শিল্পী
একতারাতে গায়,
রোদের বেলা পাখপাখালি
থাকে গাছের ছায়।

জীবন মরণ সকল বেলা
সবার হবে ঠাঁই,
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
সবাই মোরা ভাই।


১০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১১-০৮-২০২৪ ০৩:৪৪ মিঃ

চমৎকার সুনির্মিত। মুগ্ধতা রইলো।

আব্দুল ওহাব
২১-০৮-২০২৪ ২০:১৫ মিঃ

আন্তরিক ধন্যবাদ