নতুন বছর
- আব্দুল ওহাব

নতুন বছর
আব্দুল ওহাব

কোথায় মগা কোথায় জগা
আয় রে তোরা ছুটে,
হাজং পাড়ায় লাগছে মেলা
মজা নেবে লুটে!

ঢোল বাজারে তবলা বাজা
বাজা বাঁশের বাঁশি,
ফোকলা দাঁতে হাসবি তোরা
নববর্ষের হাসি।

পান্তার সাথে ইলিশ খাবি
মেলায় চল রে সবে,
গাঁয়ের বাউল নাচবে সেথা
চড়ক খেলা হবে।

নতুন বছর নতুন হিসেব
হালখাতার-ই তালে,
কোমর দুলে নাচবো সবাই
রঙ মাখিয়ে গালে।

নতুন বছর নতুন আশায়
গাঁয়ের বধূ সাজে,
পুরান দিনের সকল স্মৃতি
মাদল সুরে বাজে।


১৩-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।