শেখার মন্ত্র
- আব্দুল ওহাব

শেখার মন্ত্র
আব্দুল ওহাব

জ্ঞানের গণ্ডি ক্ষুদ্র যাদের
খুঁজছে যারা মই,
জানো কি হে উচ্চে ওঠার
শেখার মন্ত্র বই।

বইয়ে আছে জ্ঞানের বৃক্ষ
পড়লে সবে পায়,
জ্ঞানের গুণে মানুষ হলে
অগ্রে তারাই ধায়।

জ্ঞানী হবার পরে তোমার
মিলবে সদা সুখ,
জ্ঞান ছাড়া লোক এ ধরাতে
আস্ত পোড়া মুখ।

জগৎ জোড়া শিক্ষা বিহীন
মানব মূল্য নাই,
পড়ার মাঝে গুণী হবার
বইয়ে শিক্ষা পাই।

জ্ঞানী হবার পরে মানুষ
বিশ্ব করে জয়,
জ্ঞানের আলো ছড়িয়ে রয়
নাই যে জ্ঞানীর ক্ষয়।


১৩-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।