রবির আলোড়ন
- আব্দুল ওহাব

রাঙা ঠোঁটে রবি হাসে প্রতিদিন ভোরে
শিশিরের মায়াজাল ছেদ করে দোরে।
নিশি কালো ভেদ করে রবি মামা আসে
রবির আগমনেতে ধরণীটা হাসে।

প্রাণীদের কোলাহলে মুখরিত ধরা
আড়মোড়া দিয়ে ওঠে মেঘ তার জরা।
ছুটোছুটি করে সবে এই ধরাধামে
প্রেমিক যুগল ডাকে কোকিলের নামে।

ফুলবাগে ফুল ফোটে অলি মধু খোঁজে
পাখি কুল মাঠেঘাটে পেট ভরে ভোজে।
নদীর স্রোতের ধারা মোহনায় চলে
ঝাঁকে-ঝাঁকে মাছ ছোটে ভাটিয়ালি জলে।

ধূসর ধবল মেঘ আকাশের গায়
দখিনা বায়ুতে সদা দলে দলে ধায়!
পথচলা শেষ করে রবি যায় ঘুমে
ধ্রুবতাঁরা চোখ মেলে জোনাকিরা চুমে।

গগনের পাটে কম লালিমার ঘোরে
নিশীথের পথচলা ছোটে নিশাচরে।
পূণরায় ভোর হয় উঁকি দেয় রবি
ঘুম ভেঙে দেখি ফের অপরূপ ছবি।


১৩-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।