সৎ ছেলে
- আব্দুল ওহাব
ঐ ছেলেটি সৎ,
যেই ছেলেটি দিনে-রাতে
খোঁজে সঠিক পথ।
ঐ ছেলেটি সৎ,
প্রভুর পথে সদায় থাকে
নেয় না অন্য মত।
ঐ ছেলেটি সৎ,
কোরআন সুন্নাহ্ মেনে চলে
বাদ দেয় সকল মত!
ঐ ছেলেটি সৎ,
পিতা-মাতার বাধ্য থাকে
মানে মায়ের মত.
ঐ ছেলেটি সৎ,
নিয়মিত স্কুলে যায়
পড়ায় রাখে মত।
১৩-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।