কান্ডারী ধরো হাল
- আব্দুল ওহাব

এমন এক দেশ চাই যেদেশের সকলে হবে ভাই
জুলুম, অবিচার, ত্রাসমুক্ত সাম্য স্বাধীনতা চাই।
ধর্ম-বর্ণ গোত্রে-পাত্রে সব ভেদাভেদ ভুলে যাই
সকলের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ খুঁজে পাই।

করিলে হানাহানি, হিংসা ধ্বংস ঘটায় দেশ
রক্তে কেনা সত্তা এতে হতে পারে'না শেষ।
অমন দেশ চাই না কভু শ্যামল ধরণীর বুকে
আমার দেশে রইবে সকলে মন ভরা সুখে।

এ দেশ সবার, সকলের আছে সমান অবদান
ঐক্য-শৃঙ্খলায় কেহ করো না আর অভিমান।
কাঁদিতেছে ভূমি, মানুষের ক্রন্দন চিৎকার!
রক্তে রঞ্জিত রাজপথ, ঘৃণাকে করি ধিক্কার।

হৃদ সঞ্চিত ব্যথা লঙ্ঘিতে হবে অত্যাচার
নির্দোষজন মরিছে অকালে চায় যে অধিকার।
এসেছে পরীক্ষা জাতিকে দাও ঠিক পরিত্রাণ
কান্ডারী ধরো হাল ভেঙে এ'কাল সব অভিমান।

কান্ডারী তব সবদিক দেখ, দেশের সব প্রান্তর
হানাহানি দূর হোক জুড়াবে সকলের অন্তর।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খৃষ্টান জানে না সন্তরণ
জাতি মুক্তি চায় সম্মুখ থেকে করো উত্তরণ।


১৩-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।