অবুঝ পাখি
- আব্দুল ওহাব
বনের পাখি স্বাধীন অতি
গাছে তাদের বাস,
শিকার ধরা লোকের দ্বারা
হচ্ছে তারা নাশ।
আজকে কেন পাখির ঝাঁকে
পাখি অনেক কম?
শিকার ধরা লোক সকলে
হলো পাখির যম!
বনের পাখি বাঁশ বাগানে
গায়না আজি গান!
শিকারীদের ফাঁদের ভয়ে
ওষ্ঠাগত প্রাণ।
ঊষার কালে পাখির ডাকে
ঘুম ভাঙেনা আর,
গোধূলি কাল ভিটার ঝাড়ে
পাখি দেখাই ভার!
দোয়েল টিয়া ময়না পাখি
তোমায় ফিরে চাই,
তমাল শাখে আবার এসো
তোমায় যেন পাই।
১৬-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।