রাজ্যাধিপতি!
- আব্দুল ওহাব

"হে আল্লাহ! আপনি সমুদয় রাজ্যের মালিক'
আপনি রহীম রহমান ও সর্বজ্ঞ স্রষ্টা খালিক।
"যাকে ইচ্ছে আপনি তাকে রাজত্ব করেন দান"
"নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান"।

"হে আল্লাহ! যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন"
যাকে ইচ্ছে কৃতকর্মের ফল, লাঞ্ছনা ছুড়ে দেন।
হে রাজ্যাধিপতি! আপনার হাতে আছে কল্যাণ
আপনার সীমাহীন শক্তি ও কুদরত অতি মহান।

পৃথিবীর সকল সৃষ্টিই সেই আল্লাহর মুখাপেক্ষী
সকল সৃষ্টিই এমন কী গ্রহ-তারা সব পশু-পক্ষী।
তিনিই আল্লাহ, দৃষ্টিতে যা দেখি সবকিছুই তাঁর
তিনি ছাড়া কোন উপাস্য নাই সকল সৃষ্টি যাঁর।

তিনি বাদশাহ অতি পবিত্র নিরাপত্তাদাতা রক্ষক
নিজ হুকুম প্রয়োগে পূর্ণ ক্ষমতাবান নহে ভক্ষক।
"তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন" প্রজ্ঞাময়
মুহাম্মদের অনুসারীদের দু'কূলে জগতে নাহি ভয়।

মুহাম্মদ (সঃ) আল্লাহর প্রেরিত সর্বশেষ রসূল
তিঁনি মানবজাতির প্রতি মহান আল্লাহর রসূল।
নিশ্চয় মানুষের জন্য তাঁর জীবন উত্তম আদর্শ
সরল পথের সন্ধান পেতে খুঁজি তাঁর মতাদর্শ।


১৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।