সজ্জন ব্যক্তি
- আব্দুল ওহাব

হাজার মূর্খের থেকেও ভালো
একা একটা পণ্ডিত লোক,
বিদ্যা কারোর জ্ঞাতি নেয় না
বোকা লোকে করে শোক।

গুণীজন সব নিজের গুণে
নত রাখেন সদা শির,
মূর্খ মানুষ নিজের দোষে
জাহির করে নিজে বীর।

ফল যুক্ত সব বৃক্ষের ধরণ
নিজের ভারে নত হয়,
শুষ্ক গাছের হালকা শাখার
ভেঙে যেতে থাকে ভয়।

পর-স্ত্রী হয় মায়ের মতোই
জ্ঞানে রাখেন পণ্ডিত জন,
পর জিনিসটা ঢিলের মতোই
জ্ঞানী ভাবেন তুচ্ছ জ্ঞান।

যিনিই পণ্ডিত তিনিই জ্ঞানী
সব প্রাণীর বোঝে মন,
হিংসা-বিদ্বেষ অহং প্রবোধ
ঘৃণা করেন পরের ধন।

হাজার তারায় আকাশ ভরা
তবু হয়না আঁধার দূর,
একটি চাঁদের আলোয় যেমন
সুপুত্রে পায় সুখের সুর।


২০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।