ভবিষ্যতের আহ্বান
- মোঃ বজলুর রশীদ
আবারো হাটছে দেশ একই পথে
সেই স্বৈরাচারী ফ্যাসিবাদীদের সাথে,
মিল কি তোমরা খুঁজে পাওঁ?
আলোহীন আঁধার পথে, ঝড়ের ঘনঘটা,
ভবিষ্যৎ বোবা, শূন্যের ইশারায় লেখা,
অসীম রাত্রির পরে কি সূর্য উঠবে না?
স্বপ্নেরা ধূসর, ছায়ারা ঢেকে রাখে আশা
এখনো কি হবে নতুন ভোরের গান?
অথবা তলিয়ে যাবে সব, হারাবে প্রাণ?
মনের ভিতর খুঁজো, জাগো প্রতিবাদ,
স্বপ্নকে দাও রূপ, করো ভবিষ্যতের আহ্বান।
২০-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।