হয়নি তারে চেনা
- আব্দুল ওহাব
ভালোবাসার দাম দিয়ে রে
যাকে হলো কেনা,
শেষ নিশ্বাসে পা ভেড়ালাম
হয়নি তারে চেনা।
আজব ধরা আজব মনুষ
চেনে শুধু টাকা,
স্বার্থ নেশায় পাগলপারা
ভালোবাসা ফাঁকা।
এই পৃথিবীর জীবন নীড়ে
ছিল কতো আশা,
ভালোবাসার মানুষ নিয়ে
বাঁধবো সুখের বাসা।
জীবন পাড়ে ভাঙা-গড়ার
বাসা পেলাম যদি,
সুখ এলো না এই জনমে
জীবন দুষ্ট বদি।
জন্মক্ষণেই হয়তো ছিলো
দুখ কপালে লেখা,
তাই বুঝি মুই পাইনি কভু
সুখের জীবন দেখা।
২১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।