তুফান!
- আব্দুল ওহাব
হঠাৎ তুফান আসছে ধেয়ে
ছুটছে ধেনুর পাল,
কৃষক ছোটে বাড়ির পানে
খুলে জোড়ের হাল।
দিরিম-দিরিম ডাকছে মেঘে
হরিণ দিচ্ছে ছুট,
পাখপাখালির কিচিরমিচির
উড়ছে পালক ঝুঁট।
দ্বিকবিদিকে ছুটছে সবাই
ছুটছে গতর ঘাম,
আসছে তুফান ভাঙিবে ঘর
পড়বে গাছের জাম।
গাছ ভাঙিবে ঘর ভাঙিবে
ভাঙবে পাখির নীড়,
সাগর পাড়ে মানুষ করবে
আশ্রয়কেন্দ্রে ভীড়।
২১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।