বাহু বন্ধন
- আব্দুল ওহাব

জীবন শেষে চলবো আমি
অচিন দেশে একা,
যাবার বেলা রেখে যাবো
নয়ন জলে লেখা।

আমার কাব্য পড়ো তখন
রবে তোমার কথা,
মনের আশা রইলো মনে
নীলকণ্ঠময় যথা!

ধরার মাঝে আর খুঁজোনা
এসে স্বপ্নের দেশে,
ফোঁটার আগে ঝরানো ফুল
কূল হারানো বেশে!

মরার পরে খুঁজলে পাবে
শূন্য হৃদের রেখা,
মরার পরে তারার দেশে
হবার পারে দেখা।

এই জনমে নাই-বা হলো
বাহু বন্ধন বাঁধা,
তারার দেশে দেখা হলে
হবে বন্ধন সাধা!


২১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।