মায়ের পদে স্বর্গ
- আব্দুল ওহাব

মা'গো তুমি স্বর্গ আমার তুমি দয়ার মাতা
বিপদকালে বুকে টেনে ধরো মাথায় ছাতা।
প্রাণ দিয়েছেন দয়াল প্রভু দেহ দিলে তুমি
সারা জনম আমি মা'গো তোমার পদে চুমি।

মা'গো তুমি শ্রেষ্ঠ মানব তোমার শিক্ষা সেরা
তোমার পদে প্রভু দিলো উচ্চ আসন ঘেরা।
তোমার পদে স্বর্গ মা'গো তুমি আমার গর্ব
তোমায় ছাড়া চাই না মা'গো গগনপাড়ে স্বর্গ।

তোমার বাণী মধুর মতো তোমার কথা শুনি
তোমার দোয়া আশীর্বাদে সফল স্বপ্ন বুনি।
স্নেহ দরদ ভালোবাসা তোমার বিধান ভরা
তোমার মতো আপন কোন নাহি জগৎ ধরা।

প্রুভুর কাছে দু'হাত তুলি মা'গো তোমার জন্য
তোমার সেবায় দুই জগতে হবার চাহি ধন্য।
হাজার বছর বেঁচে থাকো আয়ু হোক মা দীর্ঘ
এই জনমে করতে চাহি তোমার চরণ অর্ঘ।


২১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।