অত্যাচারী
- আব্দুল ওহাব

অত্যাচারী নরপতি থাকে না চিরকাল
ক্ষমতার স্থায়িত্বে জোড়ে মাকড়সার জাল।
বিপথে থাকা মানুষ খোঁজে ঘরে বসে
মাকড়সার জাল বোনে ছলনার রসে।

অত্যাতারী ভাবে ক্ষমতায় রবে চিরদিন
জুলুম নির্যাতন করে বাজায় মালিকার বীণ।
লাগে না তার জনতা লাগে না তার ভোট
সমালোচনা হলে লাগে হৃদয়েতে চোট।

মতের বিপক্ষে গেলে কেউ করে তাকে গুম
অপরাধী বানায় তারে মুখে লাগায় চুন।
ফেরাউনের রূপ ধরে ইতিহাস যায় ভুলে
হিমালয় সম সম্পদ লাগে এই যার মূলে!

জাতির ধ্বংস হলে তার কি'বা আসে যায়!
ভুলে যায় দাঁড়াতে হবে জাতির কাঠগড়ায়।
সীমাহীন দুর্নীতি লুটপাট সম্পদ থাকে নেশা
জনতা জাগ্রতে বিচারে চূর্ণ হয় তার পেশা।


২১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।