লাজনম্র লজ্জাবতী
- মোঃ বজলুর রশীদ
চোখ তার মহাবিশ্বের ব্ল্যাকহোলের মত
মনের অজান্তে গিলিয়ে খাওয়া অসংখ্য তারকা ,
ঠোঁট তার মৌন কবিতার মতো
যেন লাজনম্র লজ্জাবতীর গাছ।
চলন তার শ্রাবণের নীরব বৃষ্টি
যেন বৃষ্টি বিলাসী উচ্ছ্বাসে ভাসা শ্রাবণের বন্যা,
তুলির আঁচড়ে আঁকা মুখ তার
যেন লিওনার্দোর আঁকা সেই মোনালিসার ছবি।
চুল তার আপাদলম্বিত কস্তুরী সৌরভ
যেন হারিয়ে গেছে মহাবিশ্বের গভীর অন্ধকারে,
সে যেন এক চাঁদের আলোর মায়াজাল
যেখানে স্বপ্ন আর বাস্তবতা একাকার হয়ে যায়।
২২-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।