ভয়াল বন্যা
- আব্দুল ওহাব

ইচ্ছে করে বাঁধ ছেড়েছে
হতে ভয়াল বন্যা,
ভাসছে তাতে জলের মাঝে
মানব শিশু কন্যা।

ডুবছে বাড়ি দালান-কোঠা
চাষা-বাদের জমি,
ভাসছে মানুষ পালের পশু
দেখছ কি-তা তুমি?

ধানের জমি ডুবছে সবি
গেছে জলের নিচে,
সহায় হারা মানুষ-গুলো
ছোটে ত্রাণের পিছে।

ভাতের হাড়ি পয়সা-কড়ি
যাচ্ছে ভেসে জলে,
অকালে আজ মরছে লোকে
ডুবে জলের তলে।

বানের জলে ডুবলো বাড়ি
কোথায় গিয়ে উঠি?
ত্রাণের খোঁজে বলো এখন
কোথায় যাবো ছুটি?


২৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।