নারী
- আব্দুল ওহাব

নারী ছাড়া বিশ্ব অচল
সবাই সেটা জানি,
নারীই মাতা নারীই কন্যা
শ্রদ্ধার সাথে মানি।

নারী ছাড়া মানব বংশ
বিস্তার নাহি হবে,
নারী ছাড়া এই ধরণীর
পূর্ণতা না রবে।

নারী যখন মা জননী
স্বর্গ পাবে তুমি,
নারী হলে জীবন সঙ্গী
পাবে চরণ ভূমি।

নারী তোমার কন্যা হলে
শোভা বাড়ায় ঘরে,
মায়ের মতো সোহাগ মেলে
বৃদ্ধ হবার পরে।

নারী মাতা, নারী কন্যা,
নারী দাদী-নানী,
শ্রদ্ধা করি সবাই তারে
না করি তার হানি।


২৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।