সাম্যের কবি
- আব্দুল ওহাব

বাঙলার ছবি বিদ্রোহী কবি
কাজী নজরুল তুমি,
তোমার লেখায় সুর সাধনায়
রেখেছো মায়ের ভূমি।

তোমার গানেতে বেজেছে ডঙ্কা
লিখে বিদ্রোহী গান,
তোমার কবিতা তোমার গজলে
দেখি রাসূলের শান।

তোমার থেকেই শিখেছি সবাই
প্রতিবাদ করা ভাষা,
তোমার কাব্যে স্থান পেয়েছিল
গ্রাম্য চাষির আশা।

বৃটিশ শোষনে ক্লান্ত জাতির
ধরেছিলে তুমি হাল,
প্রলয় শিখার বিদ্রোহী গানে
বিদ্রোহে ছুড়ে জাল।

দুখু মিঞা নাম এই ধরাধাম
বিধাতার ছিল দান,
পরবশ ভেঙে দেশ স্বাধীনের
রেখেছো মায়ের মান।


২৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।