তালের পিঠা
- আব্দুল ওহাব

ভাদ্র মাসে তালের পিঠা
জামাই এলে ভাজে,
ঘরের আছে নকশি বাটি
নানা রকম সাজে।

তাল পাকিলে মিষ্টি সুবাস
উড়ে আসে ঘরে,
তালের পিঠা জামাই খাবে
দুধের বাঁধা সরে।

তালের বড়া তালের পায়েস
গুড় ছাড়া কী মিঠে!
জামাই আসলে শ্বশুর বাড়ি
জামাই খাবে পিঠে।

পাকা তালের মধুর গন্ধে
মনটা উদাস করে,
তালের পিঠা খেলে সবার
মন আনন্দে ভরে।

তালের পিঠা বানায় মায়ে
সাজ থাকে তার সিঁথি,
পড়শীর ঘরে পৌঁছে দিয়ে
নেয় সকলের প্রীতি।


২৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।