শরতের রূপ
- আব্দুল ওহাব ১৩-০৯-২০২৪
বর্ষার শেষে শরৎ এলেই
শাপলা ফোটে বিলে,
কাশফুল ফোটে নদীর চরে
পদ্ম ফোটে ঝিলে।
কামিনি ফুল সন্ধ্যায় ফোটে
ফুলের সুবাস ছড়ে,
সুবাস ছড়ায় দিয়ে সবাই
ভোর বেলাতে ঝরে।
শিউলি ফুলের গন্ধ ছড়ায়
বাগের আশে-পাশে,
বন খঞ্জনের ঝোপের শোভা
থোকায় থোকা হাসে
শরৎ এলে নীল আকাশে
বাদল মেঘের দ্বন্দ্বে,
কাশের বনে হিমেল বায়ে
বৃষ্টি নাচে ছন্দে।
শরৎ সকাল শিশির ভেজা
মুক্ত দানার হাসা,
সাদা মেঘের ঝলকানিতে
হঠাৎ বৃষ্টি আসা।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।