অপরাহ্নের অশ্রম্ননদী
- মিলন সব্যসাচী
দীর্ঘদিন পর কাল তুমি যেখানে নি:শ্চুপ দাঁড়িয়ে ছিলে
আজ সেখানে শুধু সীমাহীন শূন্যতার মহোৎসব !
অদ্ভুত শূন্যতায় ক্রমাগত গড়িয়ে গেছে অনেক বেলা
মুমূর্ষ বৃক্ষের শাখে বিবর্ণ পাতার ফাঁকে ফাঁকে
বাঁদুড়ের নিম্নমুখি স্বভাবে ঝুলে আছে মৃতু সকাল।
শেয়ান শকুনের বক্রঠোঁটে সেই কবে খুবলে খেয়েছে
বসন্ত বাউরীর স্বপ্নে রঙিন ঝরাপাতার সংসার
এবং আমাদের যুগল—জীবনের নিশীথ দুপুর...
অতঃপর দীর্ঘশ্বাসে উড়িয়ে দিয়েছি বিষন্ন বিকেল।
দশদিক ভোরহীন রাত্রির অনন্ত আঁধারীর কোলাহল
আজ অবেলা আমাকে আর ফিরাতে পারবে না কেউ
যেদিকে যাচ্ছি অনায়াসে আমাকে সেখানেই যেতে দাও
কেউ না জানুক তুমি তো জানো এ গন্তব্যের শেষ নেই।
অপরাহ্নের অশ্রম্ননদীতে ভাসমান এ তলাফুটো তরী
ক্ষণিক নীলার স্রোতে ভেসে ভেসে ডুবে যাবে অন্ধকারে
দুখের দীপ হয়ে যদি নীরবে জ্বলি নিভে যাবো নিমিশে
যেদিকে যাচ্ছি অনায়াসে আমাকে সেখানেই যেতে দাও।
০৪-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।