হৃদয়ের বন্ধন
- মোঃ বজলুর রশীদ ১১-১০-২০২৪

তুমি হৃদয়ের বন্ধন হয়ে এসেছ,
তুমি অন্ধকার রাতে আলো হয়ে এসেছ
তুমি নীরবতার মাঝে সুর হয়ে এসেছ,
তুমি স্বপ্নে ভরা চোখ হয়ে এসেছ ।

তুমি গোলাপ ফুলের সুবাস হয়ে এসেছ,
তুমি মনের গভীরে ভালোবাসা হয়ে এসেছ,
তুমি প্রতিটি শ্বাসে অনুভূতির ঝড় হয়ে এসেছ,
তুমি হৃদয়ের গভীরে একটুকরো আশা হয়ে এসেছ ।

তুমি জীবনে নতুন এক স্বপ্ন হয়ে এসেছ,
তুমি মনে শান্তির ঝলক হয়ে এসেছে,
তুমি অনুভূতির আলোর ঝিলিক হয়ে এসেছ,
তুমি হৃদয়ে এক সুরের ঝংকার হয়ে এসেছে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৯-০৯-২০২৪ ০২:২১ মিঃ

ভীষণ সুন্দর লিখেছেন।

মোঃ বজলুর রশীদ
০৯-০৯-২০২৪ ১৪:২১ মিঃ

ধন্যবাদ গুণীজন