পথ শিশু
- আব্দুল ওহাব
কোন দেশে পথ শিশু
চায় না'কো রাজ,
এক মুঠো ভাত চায়
আর চায় কাজ।
ক্ষুধাতুর পেট জ্বলে
নাই তার ঘর,
খায়নি রে বাছাধন
সবে ভাবে পর।
বিনা দোষে পথ শিশু
পথে পথে ভাসে,
বেলা যায় চেয়ে থাকে
কে দাঁড়াবে পাশে?
চোখে চোখ রেখে দেখি
হতাশার ছাপ,
ছিল না'তো এ জীবনে
তার কোন পাপ।
০৯-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।