মেঘ বালিকা
- মোঃ বজলুর রশীদ
মেঘ কন্যা মেঘ বালিকা,
তোমার চুলের প্রত্যেকটি ভাঁজে,
জমে থাকে সাদা তুলোর মেঘ,
পবনের স্পর্শে উড়ে যায়,
মিলে যায় নীলের গভীরে।
তোমার চরণ তলে জমে থাকে
কোমল মেঘের উত্তরীয়,
তুমি হাঁটলে বসুন্ধরা ছুঁয়ে যায়
তোমার চরণের চিহ্নে চিহ্নে ।
তোমার স্পর্শে বাদল নামে
সেই বাদল বিন্দুতে থাকে স্বপ্ন ,
সেখানে মিশে যায় সকল ব্যথা,
সকল কষ্ট।
তুমি যখন হাসো,
সেই হাসিতে জাগ্রত হয় রংধনু,
তোমার নয়নে ফুটে ওঠে
আসমানের নীলের রহস্য ।
মেঘের কন্যা মেঘ বালিকা,
তোমার স্পর্শে সিক্ত হয় হৃদয়
আদ্রতায় ভরে যায় ,
হৃদয়ের খরা।
তুমি যখন সমস্ত পবনে বিচরণ করো
তখন তোমার আড়ালে লুকিয়ে থাকে,
সুন্দর এক পৃথিবী
সেখানে কোনো দুঃখ নেই,নেই কোনো কষ্ট ।
তোমার স্পর্শে নীলিমা ছড়ায় আকাশে
ভালোবাসায় সিক্ত হয় নীলিমার আকাশ ,
তোমার চরণের দাগ মুছে যায়,
অথচ হৃদয়ে রয়ে যায় তোমার স্পর্শের মমতা ।
তুমি হয়তো কখনো আসবে না
তবু তোমার অপেক্ষায় কাটে দিন কাটে রাত ,
আমি তোমাকে খুঁজে যাই ভেজা রাস্তায়
হয়তো একদিন তুমি বৃষ্টির ফোটা হয়ে নামবে,
তুমি যে মেঘ বালিকা !
০৯-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।