কোটা প্রথা
- আব্দুল ওহাব
কোটা প্রথা বাতিল করো
চলবে না তা দেশে,
এই দেশেতে সবার দাবী
মানো ভূপাল হেসে।
সোনার বাংলা স্বাধীন দেশে
জীবন কেন যাবে?
ছাত্র সমাজ কাঁদছে আজি
সমাধান কী পাবে?
মেধার জাতি গড়তে হলে
কোটা করো বন্ধ,
দেশের স্বার্থে দশের স্বার্থে
বাড়িও না দ্বন্দ্ব।
মানতে হবে সাম্যের দাবী
দেখাও কাজে সাম্য,
ধ্বংসলীলা ঘটার আগেই
শুভবুদ্ধির কাম্য।
সমাধান চাই ছাত্র সবার
বাতিল কোটা প্রথা,
বাবার পরে সন্তান কেন
চাকরি পাবে হেথা?
বাবার পরে ছেলের কোটা
ছেলের পরে নাতি,
তবে কী ভাই আমরা হবো
মেধা শূণ্য জাতি!
রচনাকাল : ১৭.০৭.২৪
১১-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।