আলো আসবে
- মোঃ বজলুর রশীদ ১১-১০-২০২৪

বাংলায় আধার জমেছে
নিস্তব্ধ পথ,ঘন কালো ছায়া,
শকুনের চোখে লোভের লালসা
আকাশ জুড়ে মেঘের ঘনঘটা,
হারিয়ে গেছে পথ, নিভেছে যত আলো
স্বপ্নগুলো যেন সব দগ্ধ হলো ।

আধার কেটে যাবে একদিন
আলো আসবেই বাংলার ঘরে,
দিগন্ত ভেদ করে উঠবে সূর্য
মাঠে ফুটবে সবুজের হাসি,
পাখির কণ্ঠে ফিরবে গান
কৃষকের মাঠে, গরীবের ঘরে,
আসবে আবার সুখের নিশান।

ভাঙবে শিকল, উঠবে ধ্বনি
স্বাধীনতার বিজয়েরই গান,
চিরচেনা বাংলার মাটির বুকে,
জাগবে আবার শিকলমুক্ত প্রাণ
আধার কেটে যাবে একদিন,
আলো আসবেই মোদের অধীন ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২১-০৯-২০২৪ ০৩:৪৬ মিঃ

খুব সুন্দর করে উপস্থাপন করলেন

মোঃ বজলুর রশীদ
২২-০৯-২০২৪ ২২:৫০ মিঃ

ধন্যবাদ