মনের ভাঁজে
- আব্দুল ওহাব

মনের ভাঁজে
আব্দুল ওহাব
তারিখ : ১৫.০১.২৪

এই জগতে থাকব সদাই
সকল ভালো কাজে,
অনন্তকাল থাকব তখন
সবার মনের ভাঁজে!

যে-সব কাজে নিন্দা হবে
করব না তা কভু,
কারো মনে দুখ দেব না
দুঃখী হলেও তবু।

সবার দুঃখে ভাগ বসাব
থাকব সবার পাশে,
সবাই মিলে থাকব ভালো
আমরা বারো মাসে।

আপন দুঃখ রাখব ঢেকে
দুঃখ দেখলে কারো,
কারো দুঃখে হাসব না'কো
সাথী হয়ে তারো।

বাড়ির পাশে পথের ধারে
থাকলে কেহ ভুখী,
তাদের মুখে আহার দেব
না হয় যেন দুখী


২৩-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।