ভালোবাসা
- মোঃ বজলুর রশীদ

আমি বাগানের সদ্য ফোটা
সুগন্ধি গোলাপকে ভালবাসি,
আমি বাগানের বাসন্তী রঙের
গাঁদা ফুলকে ভালোবাসি,
হয়তো বাগানের সুস্মিত
রক্ত জবাকেও ভালোবাসি,
আমি বাগানের মন মাতানো
সুগন্ধি শিউলিকে ভালবাসি,
হয়তো বাগানে দাঁড়িয়ে থাকা
রজনীগন্ধাকেও ভালোবাসি,
হাসনাহেনা অথবা মালতি লতা
ফুলকেও ভালোবাসি,
বাগানের ফুলকে ভালোবাসা
বাগানকে ভালোবাসা অথবা,
বাগানের মালিকে ভালোবাসা
এক কি কখনও হয় !


২৪-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।