শরৎ আসিবে ফিরে
- মোঃ বজলুর রশীদ
শরতের আকাশে ভাসে সাদা মেঘের খেয়া
তুলোর মতো মেঘগুলো ছুটে যায় দিগন্তের পানে,
উদাসী হাওয়ায় ধানের ক্ষেতে ঢেউ খেলে যায়
সবুজ ধানের মাঠ জুড়ে মৃদু স্পর্শে ছাড়ায় স্নিগ্ধতা।
দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহে এই বাংলায়,
ফসলের মাঠে কৃষকের হাসি ,
নববধূ ফিরে যায় তার বাবার বাড়ি।
ফোটে ফুল গগনশিরীষ,ছাতিম, শিউলি,
শিউলি তলায় পড়ে থাকে শিশিরে ভেজা ফুল
কাশফুলের নরম পাপড়িতে ছুঁয়ে যায় হালকা শিশির,
দূর্বাঘাসে জড়ানো শিশির বিন্দু,
মনে করিয়ে দেয় শরতের কোমলতা ।
বিলের জলে ফুটে সাদা লাল শাপলা
জলে ভাসে তারা হয়ে ,আকাশের নক্ষত্রের মতো,
গাছে গাছে ভরে যায় তাল ,আমলক্ষী ,জলপাই করমচা,
আর চালতার মতো বাংলার চিরচেনা ফল।
হারিয়ে যাওয়া স্মৃতি মনে করিয়ে দেয়
শরৎ এসেছে...
শরৎ আসে শরৎ যায় !
আকাশের মেঘের মতো ফুরিয়ে যায় ,
আমরা জানি আবার আসিবে ফিরে শরৎ একদিন ,
এই বাংলায় ......
২৭-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।