মানব সেবা
- আব্দুল ওহাব
মানব সেবা মহৎ কাজ
খাঁটি মানব গুণ,
অধম জনে বড়াই করে
গুণকে করে খুন।
এই জগতে পরের হিতে
বড় হওয়া চাই,
পরের হিতে মনের সুখ
খুঁজতে পারো ভাই।
বধির কানা ল্যাংড়া দেখে
করলে তুমি হেলা,
মানব রূপে থেকে তোমার
কাটল না'তো বেলা।
মানবতার হাত বাড়ালে
মহৎ হবে তুমি,
মহান হলে জগৎ জোড়া
সবাই দেবে চুমি।
মহৎ গুণে থাকবে তবে
বেঁচে সবার মাঝে,
মরার পরে রইবে বেঁচে
তোমার ভালো কাজে।
০৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।