ট্রেন যাত্রা
- আব্দুল ওহাব

ট্রেনের গাড়ি চলবে ভারি
ভর-দুপুরে ওই!
পুলক জাগা ট্রেনের রাগা
দেখবো বাঁশি কই?

লোকের ভীড়ে স্টেশন নীড়ে
শুনবো যে রই রই,
ছুটবে বগি লোহার গদি
করবো রে হই হই!

দেশ বিদেশে যাবার শেষে
থামবে কোথা যেই,
হঠাৎ বাঁশি কাঁদবে মাসি
আঁতকে ওঠা সেই।

চলবে গাড়ি তাড়াতাড়ি
মাঠ পেরিয়ে বন,
খট্টা খটাস্ চট্টা চটাস্
বাতাসে শন-শন!

টিকিট ছাড়া থাকবে তাড়া
গাড়ি চলার রেশ,
ভোরের বেলা হেলায় খেলা
ফিরবো বাড়ি বেশ!


০৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।