দয়াল স্রষ্টা
- আব্দুল ওহাব

আলো বাতাস চন্দ্র-সূর্য
দয়াল স্রষ্টার সৃষ্টি,
সাত আকাশ ও পৃথিবীতে
রাখেন দয়াল দৃষ্টি।

আল্লাহর সৃষ্টি পাহাড় নদী
নানান পশু-পাখি,
প্রকৃতি আর আকাশ ভুবন
দেখে জুড়ায় আঁখি।

এই পৃথিবীর সকল প্রাণীর
আহার যোগাও ফলে,
তৃষ্ণা মেটাও সকল প্রাণীর
সদাই মিঠা জলে।

নির্জীব মাটি উর্বর করো
বৃষ্টি বর্ষণ করে,
তোমার কৃপার নাই তুলনা
ঝর্ণা কেঁদে ঝরে।

একটু অমিল নাই কোথাও
জাহের-বাতেন মাঝে,
অপরূপ সব সৃষ্টি তোমার
তুলনা নাই কাজে।

তুমি মালিক তুমি আলিম
তুমি দয়াল স্রষ্টা,
সব সৃষ্টির তো খবর রাখো
তুমি উত্তম দ্রষ্টা।


০৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।