মসির ভাষা
- আব্দুল ওহাব

কবিতা আমার জীবনের সাথী
আঁকাই মনের ছবি,
সবার মনের কথাগুলো ভাই
ফোটাই কাগজে সবি।

আমার কথায় জাগ্রত করি
মানব বিবেক যথা,
লেখার পরতে সকলের ব্যথা
আঁকাই জাতির কথা।

আকাশ বাতাস প্রকৃতি সব
কাব্যে যায় না বাদ,
আমার কবিতা সবার জন্য
হৃদয়ে রাখি না খাদ।

কবিতায় আঁকি মানব সমাজ
কৃষকের কথা গান,
বাউল শ্রমিক গরীব দুখীর
দেশাত্মবোধে টান।

কবিতার মাঝে স্বপ্ন দেখাই
জাগাই বাঁচার আশা,
বিদ্রোহ করি অনাচার দেখে
কষাই মসির ভাষা।


০৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।