চোখ খোলো
- আব্দুল ওহাব

চোখ খোলো
আব্দুল ওহাব

ভোর হল চোখ খোলো
রবি চোখ খুলছে,
ফুল বাগে ফুল ফোটে
বাগে ফুল দুলছে।

ভোর বেলা পাখি সব
গায়ে নানা রঙে,
ফুল বাগে ফুল ফোটে
দোলে বায় ঢঙে!

ভোর বেলা ঘুম পেড়ে
জ্ঞানী কভু হয় না,
বোকা লোক ঘুম পাড়ে
তাকে কেউ চায় না।


০৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।