করুণাময়
- আব্দুল ওহাব

সব প্রশংসা আল্লাহতা'লার
করুণাময় অতি,
সৃষ্টি জগৎ পালন করেন
রব ছাড়া নাই গতি।

নিতান্ত এক দয়াল মাবূদ
বিচার দিনের মালিক,
আমরা করি তাঁর ইবাদত
তিনিই স্রষ্টা খালিক।

আমরা সরল পথ ভুলেছি
সঠিক পথ দান করো,
তাদের পথে, যাদের তুমি
কৃপা দয়া করো।

তাদের পথ নয়, যাদের প্রতি
গজব বর্ষণ হবে,
তাদের ও নয়, পথভ্রষ্ট যেই
রহম করো তবে।

আমরা তোমার প্রশংসা কই
মর্যাদাশীল প্রভু,
তোমার পথে থাকবো যেন
পথ না হারাই কভু।


০৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।