রহস্যময় কন্যা
- মোঃ বজলুর রশীদ

নীল আকাশের নীলিমায় ,
দূর বহুদূরে অনন্ত নক্ষত্রবীথি ছাড়িয়ে,
রহস্যগঘেরা  জগতে
এক রহস্যময় কন্যা ডাকে আমায় চুপিসারে।

তার কন্ঠ থেকে ভেসে আসে
হ্যামিলনের বাঁশিওয়ালার
সেই জাদুকরি সুর,
মনে হয় অদৃশ্য কোন বাঁধনে
আমি বাঁধা পড়েছি তার কাছে।

আমি পা বাড়াই তার দিকে
অনন্ত নক্ষত্রবীথির পথে,
সেখানে সবকিছু ধোঁয়াশা,
তাকে ধরার চেষ্টা করেও ধরতে পারিনা,
ঠিক যেন সে বাতাসের মত,
যাকে ধরা যায় না
কিন্তু অনুভব করা যায় ।

তার স্পর্শ অনুভব করি
সে আমাকে টেনে নিয়ে যায়,
কোন এক অতল গভীরতায়  অচেনা গহবরে ,
আমি নির্বাক হয়ে,
সেই সুরের দিকে ধাবিত হয়ে হারিয়ে যাই,
অনন্ত নক্ষত্রবিথী ছাড়িয়ে
রহস্যঘেরা সেই জগতে ।


০৯-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।