বরুণা
- আব্দুল ওহাব
থাকলে চাষি মুখের হাসি
জীবন হবে ছন্দময়,
আসবে ফসল ভরাবে ডোল
থাকবে সদা হাসিময়।
সুখেও হাসে দুখেও হাসে
এ জগতের কৃষককুল,
ফসল বোনে মহিষ গোনে
জগতে নাই তাদের তুল।
আপন ভুখে অভাব রুখে
শস্য ফলায় বারোমাস,
মহিষের হাল ছাগলের পাল
নানা শস্য করে চাষ।
বাঁচার আশা থাকতে খাসা
আনন্দ পায় বাঁশিতে,
মনের মতি জাগায় অতি
থাকুক সবাই হাসিতে।
কৃষক কভু চায় না তবু
অন্য কারো করুণা,
বছর শেষে সকল দেশে
তারাই হলো বরুণা।
১২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।